এইদিন ওয়েবডেস্ক,পেরু,০৯ মার্চ : আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম (APEC)-এর শীর্ষ সম্মেলনে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ইরানের নাগরিক মাজিদ আজিজিকে ৬ মার্চ গ্রেপ্তার করেছে পেরুর নিরাপত্তাবাহিনী । পেরুর পুলিশের কাউন্টার-টেরোরিজম ডিরেক্টরেট জানিয়েছেন, মাজিদ আজিজি নামে ওই ইরানি ব্যক্তি পরিকল্পিত হামলার জন্য পেরুর দুই নাগরিকের সাথে ষড়যন্ত্র করছিল, কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র আজিজিকে গ্রেপ্তার করা হয়েছে ।
পেরুর রাজধানী লিমার একটি ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর আজিজিকে গ্রেপ্তার করা হয়। যদিও সে কিভাবে এপিইসি শীর্ষ সম্মেলন সন্ত্রাসী হামলা ঘটাতে চেয়েছিল সে বিষয়ে পেরুভিয়ান পুলিশ সুনির্দিষ্ট বিবরণ দেয়নি ।
চলতি বছরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের শীর্ষ সম্মেলন হতে চলেছে পেরুতে । এই সম্মেলন চলাকালীন ১৬০ টিরও বেশি বৈঠক হওয়ার কথা । পেরুতে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে এনিয়ে দ্বিতীয়বার ঘটল । এর আগে ২০১৪ সালে, পেরুর কর্তৃপক্ষ ইসরায়েলি এবং ইহুদি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সন্দেহে লিমাতে ইরান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছিল।।