এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৯ ডিসেম্বর : মঙ্গলবার আফগান শরণার্থীদের বহনকারী একটি গাড়িতে ইরানী সৈন্যদের এলোপাথাড়ি গুলি চালানোর কথা স্বীকার করল তালিবান । তালেবান-নিয়ন্ত্রিত বাখতার সংবাদ সংস্থা বৃহস্পতিবার টুইট করে জানিয়েছে,সিস্তান ও বেলুচিস্তানের খাশ এবং সারাভান গ্রামে আফগান শরণার্থীদের বহনকারী একটি গাড়িতে ইরানি সৈন্যরা গুলি চালিয়েছিল । তাতে ৪ জন শরণার্থী নিহত এবং ১৩ জন আহত হয়েছে ।
প্রসঙ্গত,তালিবানরা বন্দুকের জোরে আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই প্রাণভয়ে দেশত্যাগের ঘটনা ঘটছে । সাধারণত ইরানে গিয়ে আশ্রয় নিচ্ছে আফগান অভিবাসীরা । কিন্তু আফগান অভিবাসীদের দেশ থেকে তাড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তেহেরান । তাড়িয়ে দেওয়ার পাশাপাশি আফগানিদের গুলি করে মারছে ইরানি বাহিনী । এছাড়া ইরানের অভ্যন্তরে ব্যাপক বর্ণবাদের সম্মুখীন হচ্ছে আফগানি পুরুষ, মহিলা এমনকি শিশুরা । সীমান্তে তারা ইরানি বাহিনীর বন্দুকের নিশানা তো তারা হচ্ছেই,পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে আফগানি অভিবাসীদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে শুরু করেছে ইরান সরকার ।।