এইদিন ওয়েবডেস্ক,দোহা,২১ নভেম্বর : সোমবার কাতারের দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ইরান । নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় সঙ্গীত বাজানো হয় । ইংল্যান্ডের ফুটবলারদের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেলেও বিপরীত চিত্র দেখা গেল ইরানের ক্ষেত্রে । দেশের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন জানাতে জাতীয় সঙ্গীত বাজার সময় মুখ বুজে দাঁড়িয়েছিলেন ইরানের ফুটবলাররা । ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ইরানের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে আমাদের দেশের পরিস্থিতি উপযুক্ত নয় এবং আমাদের জনগণ খুশি নয় । আমরা এটা অস্বীকার করতে পারি না । আমাদের দেশের অবস্থা যে ভালো নয় এটা দলের খেলোয়াড়রাও জানেন ।’
উল্লেখ্য,গত সেপ্টেম্বরে হিজাব না পরায় ২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনিকে পিটিয়ে মেরেছিল ইরানের নৈতিকতা পুলিশ । তারপর থেকেই ইরান সরকারের পতনের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে । গুলি করে মেরে মৃত্যদন্ড দিয়েও বিক্ষোভ দমন করা যায়নি । এযাবৎ ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে ৪০০-এর বেশি আন্দোলনকারী নিহত ও ১৬,৮০০ জন আটক হয়েছেন । এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছিল ইরানের জাতীয় ফুটবল দল । যে কারনে দেশের ফুটবল দলের উপর চরম ক্ষুব্ধ ইরান সরকার । তাসত্ত্বেও সেই খেলোয়াড়দের নিয়েই এবারের বিশ্বকাপ স্কোয়াড গড়তে বাধ্য হয়েছে । শেষ খবর অনুযায়ী এদিন ইরানের সঙ্গে খেলায় ৫-১ গোলে এগিয়ে আছে ইংল্যান্ড ।।