এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৮ অক্টোবর : হিজাব ছাড়া আন্তর্জাতিক পর্বতারোহণ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবির (Elnaz Rekabi) ঠাঁই হল কারাগারে । এমনকি সুস্থ ভাবে তেহেরান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পাসপোর্ট ও মোবাইল ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে খবর । ইরান ওয়ার ইংলিশের প্রতিবেদন অনুযায়ী,এলনাজকে তেহেরানের কুখ্যাত এভিন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে ।
জানা গেছে, রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এশিয়ান ক্লাইম্বিং প্রতিযোগিতায় (Asian Climbing Competition) এলনাজ রেকাবি হিজাব ছাড়াই অংশ গ্রহন করেছিলেন । ইরানের ক্লাইম্বিং ফেডারেশনের প্রধান রেজা জার ইরানের অলিম্পিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খোসরাভিভাফার কাছ থেকে আদেশ পাওয়ার পর তাকে প্রতারণা করে সিউলের ইরানি দূতাবাস ভবনে নিয়ে যান । খোসরাভিভাফাকে আদেশ দিয়েছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) । রেকাবিকে ইরানে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তাকে দূতাবাসের হাতে তুলে দেন ৷ ইরানে এলনাজের স্বামী থাকার কারনে তিনি বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন । তাই রেজা জারের কথায় তিনি বিশ্বাস করেন । এদিকে রেজা জার এলনাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি তার পাসপোর্ট এবং মোবাইল ফোনটি হস্তান্তর করেন তবে তিনি তাঁকে ঝুঁকি ছাড়াই এবং কোন কিছু প্রকাশ না করে দ্রুত ইরানে নিয়ে যাবেন । কিন্তু ভিতরে ভিতরে কতবড় চক্রান্ত তা আন্দাজ করতে পারেননি এলনাজ ।
জানা গেছে,তেহেরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলনাজকে সরাসরি নিয়ে যাওয়া হয় এভিন কারাগারে ৷ এদিকে এলনাজের দেশে ফেরার কথা জানাজানি হতেই বিমানবন্দরে প্রচুর লোকজন জড়ো হয়েছিল ৷ কিন্তু ইরানি পুলিশ তাদের হঠিয়ে দেয় ।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মহিলাদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছে । এমনকি নির্দেশ অনুযায়ী সরকারীভাবে বিদেশে প্রতিনিধিত্ব করার সময়েও মহিলাদের হিজাব আইন মেনে চলা বাধ্যতামূলক । এদিকে এশিয়ান ক্লাইম্বিং প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধিত্ব করছিলেন এলনাজ। ক্রীড়া প্রতিযোগিতাতেও ইরানি মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক। কিন্তু তিনি হিজাব ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । আর এই অপরাধে তাঁর ঠাঁই হল কুখ্যাত কারাগারে । উল্লেখ্য, সপ্তাহব্যাপী বার্ষিক এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উঠেছিলেন । রবিবার অন্তিম দিনে চতুর্থ স্থান স্থান দখল করেছেন এলনাজ রেকাবি ।।