এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৫ আগস্ট : ইনস্টাগ্রামের স্টোরিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করার অপরাধে গ্রেফতার হতে হল ইরানি অভিনেত্রী শোহরেহ ঘামার (Shohreh Ghamar)কে । ঘামারকে “আপত্তিকর বিষয়বস্তু এবং অপ্রমাণিত দাবি প্রকাশ করার” সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ।
ইরানি সংবাদ সংস্থা শোহরেহ ঘামারের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট সামনে এনেছে । যেখানে অভিনেত্রী নেতানিয়াহুর একটি ছবি সহ পোস্ট করেছেন,’আমি আপনার স্বাস্থ্যের জন্য অনেক প্রার্থনা করেছি ।’ অভিনেত্রী ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানানোর জন্য ইরান সরকারের সমালোচনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বলে জানা গেছে । ফারস নিউজ এজেন্সি আরও দাবি করেছে যে ঘামার ইরানে বিক্ষোভের ডাক দিয়েছেন ।
এদিকে অভিনেত্রী শোহরেহ ঘামারকে গ্রেফতারের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির একটি প্রচারমূলক ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে । যে ভিডিওতে অভিনয় করেছেন ঘামার । রেডিও ফারদা অনুসারে, ঘামার ২০১৮ সালে বিক্ষোভে অংশ নেওয়া তিন প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে সমর্থন প্রকাশ করেছিলেন । এখন ইরানি নাগরিকদের সন্দেহ শোহরেহ ঘামারকে ভয় দেখিয়ে ওই ভিডিওতে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল ।।