এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২২ ফেব্রুয়ারী : ‘দ্য স্যাটানিক ভার্সেস’- এর ঔপন্যাসিক সালমান রুশদির (Salman Rushdie) ওপর প্রাণঘাতী হামলাকারী সন্ত্রাসবাদীকে ১০০০ বর্গমিটার কৃষি জমি উপহার দেওয়ার ঘোষণা করেছে ইরানের একটি ফাউন্ডেশন । গত বছর আগস্টে পশ্চিম নিউইয়র্কের লেক এরির কাছে আয়োজিত একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে নিউ জার্সির ২৪ বছর বয়সী শিয়া মুসলিম আমেরিকান হাদি মাতার(Hadi Matar)-এর আক্রমণের পর ৭৫ বছর বয়সী রুশদি একটি চোখ এবং একটি হাত হারিয়েছিলেন । ইরানের রাষ্ট্রীয় টিভি তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মঙ্গলবার জানিয়েছে, গত বছর ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলাকারী ব্যক্তির প্রশংসা করেছে একটি ইরানী ফাউন্ডেশন,সে রুশদিকে গুরুতর আহত করেছে এবং বলেছে যে উপহার স্বরূপ তাকে ১,০০০ বর্গ মিটার কৃষি জমি দিয়ে পুরস্কৃত করবে ।
ইমাম খোমেনির ফতোয়া বাস্তবায়নের ফাউন্ডেশনের (Foundation to Implement Imam Khomeini’s Fatwas) সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই (Mohammad Esmail Zarei) বলেছেন,আমরা তরুণ আমেরিকান যুবকের সাহসী পদক্ষেপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই,যে রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করেছিল । রুশদি এখন জীবন্মৃত ছাড়া আর কিছু নয় । এই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে প্রায় ১,০০০ বর্গ মিটার কৃষি জমি ওই ব্যক্তি বা তার কোনো আইনি প্রতিনিধিকে দান করা হবে ।’
‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার কয়েক মাস পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন । তার প্রায় ৩৩ বছর পর এই হামলা হয়। কিছু মুসলমান নবী মুহাম্মদ সম্পর্কে উপন্যাসের অনুচ্ছেদগুলিকে নিন্দাজনক বলে দেখেছেন । ইরানের ওহাইওর ওবারলিন কলেজের শাসকপন্থী অধ্যাপক মোহাম্মদ জাফর মহল্লাটিরও সেই সময়ে রুশদিকে হত্যার আদেশকে সমর্থন করেছিলেন ।।