এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০১ ফেব্রুয়ারী : প্রকাশ্যে নাচানাচি করায় প্রেমিক যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিল কট্টর মৌলবাদী দেশ ইরান । সাজাপ্রাপ্তরা হলেন আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) । তারা প্রকাশ্য রাস্তায় নাচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন । ভিডিওতে দেখা যায়, তারা ইরানের রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে গানের তালে নাচছেন এবং একে-অপরকে জড়িয়ে ধরছেন । আর তাদের সেই অপরাধের জন্য দুর্নীতি, পতিতাবৃত্তি এবং মিথ্যা প্রচার ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছে ইরানের পুলিশ ।
২০২২ সালের সেপ্টেম্বরে বোরখা না পরায় মাহাসা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুনীকে ইরানের নৈতিকতা পুলিশ পিটিয়ে মারার পর থেকেই খবরের শিরোনামে কট্টর মৌলবাদী দেশ ইরান । মাহাসার হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে ইতিপূর্বে ইরানি পুলিশের গুলিতে বহু মানুষের বেঘোরে প্রাণ চলে গেছে । তা সত্ত্বেও বিক্ষোভ দমানো যায়নি । বর্তমানে ইরানের মৌলবাদী শাসকের পতনের দাবিতে দেড় শতাধিক শহরে একযোগে বিক্ষোভ চলছে । যদিও সেই বিক্ষোভের সঙ্গে কোনো যোগ নেই মোহাম্মদ আহমাদী ও আস্তিয়াজ হাকিকি নামে ওই প্রেমিক যুগলের । তারা ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করার পরই তাদের আটক করা হয়। ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ ফলোয়ার্স রয়েছে ।
জানা গেছে,সাজাপ্রাপ্ত তরুণী পেশায় ফ্যাশন ডিজাইনার হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী । এখন যদি এই প্রেমিক যুগলের শাস্তি শীর্ষ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কাটাতে হবে । এমনকি যুগলকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । এদিকে যুগলকে অবিলম্বে মুক্তির দাবিতে আওয়াজ উঠছে সোশ্যাল মিডিয়ায় ।।