এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,৩০ ডিসেম্বর : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নিরাপত্তা সেবার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান । মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে একজন মহিলা ও তিনজন পুরুষ । মহিলার নাম নাসিম নামাজি এবং তিনজন পুরুষের নাম ভানা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো বলে জানানো হয়েছে । তবে ঠিক কোন পদ্ধতিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও ইরানে সাধারণত ফাঁসিতে ঝুলিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। এক্ষেত্রেও তাইই করা হয়েছে হলে অনুমান করা হচ্ছে ।
ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই চারজনের বিরুদ্ধে মোসাদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদেরকে তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে আরও বলা হয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তারা ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যকে অপহরণ করে। এমনকি কিছু গোয়েন্দা এজেন্টের গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
ওই চারজনের মৃত্যুদণ্ডের পাশাপাশি একই অভিযোগে আরও কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অপরাধের ধরন, অপরাধীর সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে কেবল বলা হয়েছে, অভিযুক্তদের ১০ বছর করে কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে ।
ইরান দীর্ঘদিন ধরে তাদের দেশে মোসাদসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে। এক্ষেত্রে প্রতি বছরই তারা বেশ কিছু অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে থাকে। এমনকি গত জানুয়ারীতে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আলী রেজা আকবরিকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদেরকে সহযোগিতার অভিযোগে ফাঁসি দেয় ইরান। তবে অভিযুক্তদের আইনি সহায়তা না দিয়ে মূলত একতরফাভাবে তাদের সাজা দেওয়া হয় । বিশেষ করে ২০২২ সালে কুর্দি তরুনী মাহাসা আমিনিকে ইরানি পুলিশ পিটিয়ে মারার ঘটনায় প্রতিবাদী মানুষদের গ্রেফতার করে একই ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে চলেছে কট্টর ইসলামি রাষ্ট্র ইরান ।।