এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৪ অক্টোবর : সাম্প্রতিক বিক্ষোভের সময় কমপক্ষে ২৩ শিশুকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী- বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২২) গভীর রাতে একটি বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল । বিবৃতিতে বলা হয়েছে নিহত নিহত শিশুদের বয়স ১১ থেকে ১৭ বছর । যার মধ্যে ২০ জন কিশোর ও ৩ জন কিশোরী রয়েছে ।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী নিহত কিশোর কিশোরদের বেশিরভাগকে যুদ্ধের বুলেটে এবং দুই কিশোরকে ধাতব বুলেট দিয়ে হত্যা করেছে । একইভাবে প্রচণ্ড মারধরের ফলে তিনজন মেয়ে ও একজন ছেলের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে গত সপ্তাহে শুক্রবার জাহেদানে বেলুচ সংখ্যালঘুর ১০ শিশুকে হত্যা করা হয়েছে । নিহতদের মধ্যে সাতজনের বুকে, মাথা এবং গুরুত্বপূর্ণ অঙ্গে গুলি করা হয়েছে । অন্যদিকে তেহরান, পশ্চিম আজারবাইজান, আলবোর্জ, কেরমানশাহ, কোহগিলুয়েহ, বোয়ের আহমাদ এবং জাঞ্জান শহরে ১৩ শিশুকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী ।।