এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ জানুয়ারী : আফগানিস্তানের নিমরোজের তালিবানদের সূত্র বলছে যে ইরান থেকে আফগানদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে । নিমরোজের তালিবান কমিশনের সূত্রগুলি বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) জানিয়েছে যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান থেকে আফগানদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাপক বেড়ে গেছে । সূত্র আরও জানিয়েছে যে ইরান থেকে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,২০০ আফগান শরণার্থী সিল্ক রোড দিয়ে আফগানিস্তানে প্রবেশ করছে ।
সূত্র জানিয়েছে, বিতাড়িত শরণার্থীদের মধ্যে এমন পরিবারও রয়েছে যারা বছরের পর বছর ধরে ইরানে বসবাস করছে।এমনকি পাসপোর্ট এবং বৈধ ভিসাধারী আফগানদেরও বহিষ্কার করছে ইরান। সূত্রগুলো জানিয়েছে যে, প্রতিদিন ইরান থেকে প্রায় ১০০ জন শরণার্থীকে সরকারি কাগজপত্রসহ বহিষ্কার করা হচ্ছে । ইসলাম কালা বন্দর দিয়ে আফগানদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে বলেও জানানো হয়েছে । এর আগে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছিল যে গত বছর ইরান থেকে দশ লক্ষেরও বেশি আফগানকে বহিষ্কার করা হয়েছে।।