এইদিন ওয়েবডেস্ক,০২ নভেম্বর : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যবহারের জন্য ইরানের সামরিক অস্ত্র বিশেষ করে ড্রোন সরবরাহের অভিযোগ উঠছে । এরই মাঝে ইরান বিপুল পরিমান অস্ত্র রাশিয়াকে সরবরাহ করার চুক্তি করেছে বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর । মঙ্গলবার সিএনএন এর প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে,ওই চুক্তির মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা অন্তর্ভুক্ত রয়েছে । বলা হয়েছে,ইরান রাশিয়াকে যে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে তার মধ্যে রয়েছে ১,০০০ স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট । তবে ইরান থেকে রাশিয়ায় নতুন অস্ত্রসস্ত্র পাঠানোর সময় জানা না গেলেও চলতি বছরের শেষ নাগাদ এই চালান রাশিয়ায় পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে ।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে মস্কোতে পাঠানো অস্ত্রের সর্বশেষ চালানে ইরানের তৈরি ৪৫০ টি ড্রোন ছিল । ইতিমধ্যে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার ব্যবহৃত ইরানের তৈরি ৩০০ টি ড্রোন ধ্বংশ করার দাবি করেছে ।।