এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৬ অক্টোবর : ইউক্রেনের বিরুদ্ধে প্রয়োগের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের চুক্তি করেছে ইরান । গত মাসে ইরানের কর্মকর্তাদের প্রতিনিধি দল মস্কো সফর করে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) এবং ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরত্ব অতিক্রম করতে সক্ষম ফতেহ-১১০ এবং জোলফাঘর (Fateh-110 and Zolfaghar) ক্ষেপণাস্ত্রের চালান চূড়ান্ত করেছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
প্রতিবেদন অনুসারে,অস্ত্রগুলি নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম । সেগুলি দিয়ে ইউক্রেনের সেনা শিবির এবং শহরের জনবহুল এলাকায় হামলা চালিয়ে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি করতে চাইছে রাশিয়া । ইতিপূর্বেও রাশিয়ান বিমান হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
ওই মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে,ইরানের কাছে মধ্যপ্রাচ্যে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের একটি বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় অস্ত্রাগার রয়েছে । ইতিমধ্যে তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র সরবরাহ করেছিল । যা দিয়ে গত মার্চ মাসে বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারের হামলা চালিয়েছিল । যদিও আমেরিকার এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ইরান ও রাশিয়া । রাশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র দিমিত্রি পেসকভ এগুলিকে ভূয়ো প্রচার বলেছেন ।।