এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ জুন : ইরানের খোরাসান রাজাভিতে আফগান নাগরিক ও অভিবাসীদের মহাপরিচালক হোসেন শরাফাতি রাদ বলেছেন যে চলতি বছরের বসন্তে ৯০,০০০ আফগান শরণার্থীকে তাদের দেশে ফিরিয়ে দিয়েছে ইরান । এই সংখ্যক মানুষকে মাশহাদ ক্যাম্পে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দোঘরন-তাইবাদ সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি । শরাফাতি রাদ জানান,গত বছর এই সময়ে ৮৬,০১৬ 16 জন আফগান অভিবাসীকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত,তালিবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর কাতারে কাতারে মানুষ আতঙ্কে দেশত্যাগ করেছে । তাদের সিংহভাগই গেছে ইরানে । কিন্তু মুসলিম রাষ্ট্র ইরান ওই সমস্ত আফগান শরনার্থীদের আশ্রয় না দিয়ে দফায় দফায় দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে । যেকারণে ইরানকে আন্তর্জাতিক সংস্থাগুলির সমালোচনার মুখে পড়তে হচ্ছে ।।