এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৭ মার্চ : নরওয়ে ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা ঘোষণা করেছে যে ইরানে ২০১০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ৭০ শিশু অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে । ইরানের মানবাধিকার সংস্থা শুক্রবার, ১৫ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইরানি কর্তৃপক্ষ ২০২৩ সালে দুই শিশু অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
এই সংস্থার মতে, ইরান সেই দেশগুলির মধ্যে একটি যেখানে শিশু অপরাধীদের এখনও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় এই দেশে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে, মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত অন্তত ৮৫ শিশু অপরাধীর ইরানের কারাগারে বন্দি ছিল । যদিও ইসলামি প্রজাতন্ত্র ইরান এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মতামত প্রকাশ করেনি।
কিছু দিন আগে ইরানের মানবাধিকার সংস্থা এবং “মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একসাথে” নামে পরিচিত ফরাসি সংস্থা ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার ২০২৩ সালে অন্তত ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।।