এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৯ অক্টোবর : ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিচার বিভাগ দ্বারা মৃত্যুদন্ড কার্যকরের একটি নাটকীয় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে । ইরানী কর্তৃপক্ষ পয়লা অক্টোবর কেরমান এবং শিরাজ কারাগারে ১০ জন বন্দিকে ফাঁসি দিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি । গত ৩ অক্টোবর হালভশ বার্তা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে কেরমানে মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত পাঁচ বন্দিকে পয়লা অক্টোবরের প্রথম প্রহরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল । মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনের নাম এওয়াজ মোরাদি এবং রমজান খুরশিদ।
এদিকে ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে যে একই দিনে শিরাজের আদেল আবাদ কারাগারে পাঁচ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হামিদ্রেজা খোদাবন্দেহ ফারসিমদান কাশকাই নামে তাদের একজনের বিরুদ্ধে ‘দুর্নীতি এবং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছিল।
প্রসঙ্গত,ইরান বিশ্বের শীর্ষ জল্লাদদের তালিকার প্রথম স্থানে রয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার মতে, চলতি বছরের শুরু থেকে ইরানের কারাগারে ১৩ জন নারীসহ অন্তত ৫২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।।