এইদিন ওয়েবডেস্ক,আফগানিস্তান,২৯ সেপ্টেম্বর : পাঁচ হাজারেরও বেশি আফগান অভিবাসীকে তাড়িয়ে দিল ইরান । গত বছর তালিবান আফগানিস্তানের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ওই সমস্ত আফগানি নাগরিক প্রাণ ভয়ে দেশত্যাগ করেছিল ৷ আফগানিস্থানের নিমরোজ প্রদেশের স্থানীয় সূত্রের খবর,সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি আফগান অভিবাসীকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে ।
স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে,নিমরোজ প্রদেশের স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত সপ্তাহে ৫,৩৬৩ আফগান অভিবাসী ইরান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরে এসেছে । রেশম সেতু সীমান্ত দিয়ে পরিবার ও একক ব্যক্তিসহ ৪ হাজার ৯৪৮ জন এবং ইসলাম কালা সীমান্ত থেকে আরও ৪১৫ জন দেশে প্রবেশ করেছে বলে জানা গেছে ।
তালেবানরা ক্ষমতা দখলের পর বিভিন্ন ইসুতে আফগানিস্তানের সঙ্গে ইরানের মতবিরোধ শুরু হয়েছে । তার জেরে সীমান্ত উত্তেজনা বাড়ায় ইরান আফগান অভিবাসীদের বহিষ্কার জোরদার করেছে ইরানের সরকার ।।