এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৩ জুলাই : বিগত ১০ দিনে ১৭,৯২৬ জন আফগান শরণার্থীকে তাড়িয়েছে ইরান । ইরানের খোরাসান রাজাভি বর্ডার গার্ড কমান্ডার সরদার মজিদ সুজার বুধবার তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন,তাইবাদ সীমান্ত রেজিমেন্টের মাধ্যমে গত ১০ দিনে এই সংখ্যক আশ্রয়প্রার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে । তিনি বলেন,’গত ১০ দিনে, বর্ডার রেজিমেন্ট এবং থাইবাদ পুলিশের সীমান্তরক্ষীরা প্রায় ১৮,০০০ অননুমোদিত আফগান নাগরিককে শনাক্ত করতে এবং দোঘরন সীমান্ত দিয়ে আফগানিস্তানের প্রতিনিধির কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে ।’ তিনি জানান,সীমান্ত রেজিমেন্টের বর্ডার গার্ডদের অন্যতম দায়িত্ব হলো ইরানে বিদেশি নাগরিকদের অবৈধ প্রবেশের বিরুদ্ধে লড়াই করা । চলতি বছরের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে অবৈধ নাগরিকদের চিহ্নিত করে আফগানিস্তানে হস্তান্তর করা হয়েছে।
খোরাসান বর্ডার গার্ড কমান্ডার রাজাভিও জোর দিয়ে বলেছেন যে বেশিরভাগ লোকের গন্তব্য ইরান নয় এবং তারা ইরানের সীমানা দিয়ে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যেতে চেয়েছিল । প্রসঙ্গত,তালিবানের উত্থানের পর বিপুল সংখ্যক আফগানি আতঙ্কে পরিবার নিয়ে দেশত্যাগ করেছে । লক্ষ লক্ষ আফগানিরা মূলত ইরানের রাস্তা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে । বহু মানুষ ইরানেই আশ্রয় নেয় । ইরান ওই সমস্ত আফগানি শরনার্থীদের ধাপে ধাপে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে । চলতি বছরের এযাবৎ লক্ষাধিক আফগানি শরনার্থীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ইরান ।।