এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৫ জুলাই : সশস্ত্র বিদ্রোহের অভিযোগে কারাবন্দী মানবতাবাদী শ্রমিকদের কল্যাণে কাজ করা বিশিষ্ট স্বেচ্ছাসেবী মহিলা কর্মী শরীফেহ মোহাম্মদীকে(Sharifeh Mohammadi) মৃত্যুদণ্ড দিয়েছে ইরান । ‘দ্য ক্যাম্পেইন টু ডিফেন্ড’ মোহাম্মদী ইনস্টাগ্রামে লিখেছেন,’এই বাক্যটি এক দশক আগে একটি স্বাধীন, জনসাধারণের এবং আইনি শ্রম সংস্থায় মোহাম্মদীর সদস্য হওয়ার অজুহাতে ভিত্তি করে রায়ের ভিত্তিহীনতা প্রদর্শন করে ।’ প্রচারণার বিবৃতিটি এই রায়কে “অযৌক্তিক এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছে, যা কর্মীদের মধ্যে ভয় জাগিয়ে তোলার উদ্দেশ্যে । কারণ সরকার ভিন্নমতের যেকোনো কণ্ঠকে নিপীড়ন চালিয়ে যাচ্ছে।শরীফেহ মোহাম্মদীকে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়েছিলেন,প্রতিবাদ দমনে একের পর এক ফাঁসি দেওয়ার ঘটনার মধ্যে সর্বশেষ একটি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর ৮৩৪ জন ইরানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটি একটি রেকর্ড সংখ্যা ছিল, আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।তাদের মধ্যে অন্তত ২২ জন নারী , মহিলাদের মৃত্যুদন্ড দেওয়ার ক্ষেত্রে ইরান বিশ্বের এক নম্বর দেশ । ইরানের মানবাধিকার অনুসারে ২০২৩ সালের পরিসংখ্যানটি ২০১৪ সালের থেকে সর্বোচ্চ ছিল।প্রচারাভিযানে মোহাম্মদীর খালাস এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করা হয়েছে,’এই সাজা শুধু শরীফের বিরুদ্ধে নয় বরং এটি যুদ্ধ ঘোষণা এবং সকল সামাজিক ও নাগরিক কর্মীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড।’ জানুয়ারিতে, জাতিসংঘ “মৃত্যুদণ্ডের ভয়াবহ তরঙ্গ” বন্ধ করার আহ্বান জানিয়েছে , শুধুমাত্র মে মাসে ৬৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে ।।