এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৭ মার্চ : আহভাজের মুক্তির জন্য আরব আন্দোলনের সদস্য হওয়ার অভিযোগে ৬ আরব বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান । ওই ৬ জন ২০১৭ সাল থেকে কারাবন্দী ছিলেন । ইরানের মানবাধিকার কর্মীদের গ্রুপের সংগঠন হারনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশে শ্রমিক বিক্ষোভ শুরু হওয়ার পরে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে এই ছয় বন্দিকে গ্রেপ্তার করা হয়েছিল ।
ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টারকে উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে,মৃত্যুদণ্ড প্রাপ্তদের নাম আলী সালেহি মাজদ, মোহাম্মদ রেজা মোগাদাম, মঈন খানফারি, হাবিব দ্রিস, আদনান ঘিবশাভি এবং সালেম মুসাভি । ইরানের বিচার বিভাগ এই ছয় জনকে “হারাকাহ আল-নিদালের সামরিক শাখার” সদস্য এবং “সন্ত্রাসী অভিযানে অংশ নেওয়ার” জন্য দোষী সব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়েছিল ।।