এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৫ ফেব্রুয়ারী : ইরানের কারাজ সেন্ট্রাল পেনিটেনশিয়ারিতে মাদক ও হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বন্দীর সাজা কার্যকর করা হয়েছে । ইরানের মানবাধিকার কর্মীদের গ্রুপের বার্তা সংস্থা হারনা নিউজ এজেন্সি জানিয়েছে যে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত অভিযোগে এর আগে মৃত্যুদণ্ড পাওয়া এসব বন্দির মধ্যে একজনের পরিচয় মেহেদি দোস্তারি হিসেবে ঘোষণা করা হয়েছে । অন্য দুই বন্দিকে সম্প্রতি হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় এবং তারপর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড দেয় । উল্লেখ্য, এই বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা ইরানের গণমাধ্যম বা সরকারি সূত্রে প্রকাশ করা হয়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দেশব্যাপী চলমান বিক্ষোভের কারণে ইরানে কমপক্ষে ১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে । লন্ডন-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ৬ ফেব্রুয়ারি বলেছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের অধিকার লঙ্ঘন করছে ইরানি কর্তৃপক্ষ । বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার করা ব্যক্তিদের আইনজীবী নিয়োগ করতে দেওয়া হচ্ছে না । আদালত অনুমান ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ায় বেঘোরে প্রাণ চলে যাচ্ছে নিরীহ নাগরিকদের । এছাড়া দণ্ডপ্রাপ্তদের মধ্যে দশজনকে নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহার করা হয়েছে । যার মধ্যে রয়েছে চাবুক দিয়ে পেটানো, বৈদ্যুতিক শক, মৃত্যুর হুমকি, ধর্ষণ এবং অন্যান্য ধরণের যৌন সহিংসতা ।
ইতিমধ্যে কমপক্ষে চারজন যুবককে যথেচ্ছভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং বিক্ষোভের সাথে সম্পর্কিত অপরাধের জন্য আরও কয়েক ডজন নাগরিকের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থাটি ।
ইসলামিক প্রজাতন্ত্র সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনে লাগাম টানতে নৃশংস দমনপীড়ন শুরু করেছে ইরান । এযাবৎ ৫২০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এবং ১৯,০০০ জনকে আটক করেছে ইরানের নিরাপত্তাবাহিনী ।।