এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ জুলাই : রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত । এই দেখে নিষেধাজ্ঞা প্রাপ্ত আর একটি দেশ ভারতকে জ্বালানি তেল বিক্রি করার জন্য অধীর হয়ে উঠেছে । আর সেই দেশটি হল মুসলিম রাষ্ট্র ইরান । এমনকি রাশিয়ার মত তারাও ভারতকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে । বিভিন্ন ইস্যুতে গত এক মাসে ভারত ও ইরান তিনবার আলোচনায় বসেছিল ।আর প্রতিক্ষেত্রেই উঠে এসেছে তেল বিক্রির প্রসঙ্গ ।
প্রসঙ্গত,ইরানের অপরিশোধিত তেলের সব চেয়ে বড় ক্রেতা ছিল ভারত । কিন্তু ২০১৯ সালের ১৯ মে ইরানের উপর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারনে ভারত তেল কেনা বন্ধ করে দেয় । ফলে ইরানের অর্থনীতির উপর বিরাট চাপ পড়ে যায় । এদিকে রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত যেভাবে তা উপেক্ষা করেই, তাদের কাছ থেকে তেল কিনে যাচ্ছে তাতে আশায় বুক বাঁধতে শুরু করেছে ইরান । ভারতের মতো দেশ যদি ফের অপরিশোধিত তেল কিনতে শুরু করে তাহলে ইরানের অর্থনীতির জন্য শুভ সঙ্কেত হবে বলে তারা মনে করছে ।
সেই কারনে জুন মাসে ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুলাহিয়া প্রথম নয়াদিল্লি সফর, তারপরে উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারির ভারত সফর এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাওয়াত্রা ও ইরান সম্পর্কে রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলি ওয়াঘেরি কানির আলোচনায় উঠে আসে মাত্র দুটি বিষয় । তার প্রথমটিই হল ইরান থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে । যদিও ভারত এখনও ইরানকে সেভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি । তবে ইরানকে তেল রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবি জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।।