এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৬ নভেম্বর : ইসরায়েলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) তিন স্থানীয় এজেন্টকে গ্রেফতারের দাবি করেছে ইরান । ওই তিনজন ইরানে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল এবং তাদের আফগানিস্তানের সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি মিডিয়া ।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ( IRNA) রবিবার রিপোর্ট করেছে যে ধৃত তিনজন ইরানী নাগরিক এবং ইরান ও আফগানিস্তানের মধ্যবর্তী পাহাড়ী এলাকায় তালিবানদের সাথে যৌথ অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছে ।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে যে গ্রেফতার ব্যক্তিরা আফগানিস্তানের সীমান্ত এলাকা থেকে ইরানের লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন চালানোর পরিকল্পনা করেছিল। মন্ত্রক বলেছে,’ধৃতদের শীঘ্রই তালিবান ইরানের কাছে হস্তান্তর করবে ।’ যদিও এই বিষয়ে তালিবান এখনো কোনো মন্তব্য করেনি।
আফগানিস্তান ও ইরান সীমান্তে গোয়েন্দা সংস্থার তিন সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত,ইসরায়েলকে ব্যতিব্যস্ত করতে মধ্যপ্রাচ্যে ফিলিস্থিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহের মত সন্ত্রাসী গোষ্ঠীগুলির পালন পোষণ করে যাচ্ছে ইসলামি সন্ত্রাসবাদের জনক ইরান । যেকারণে ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার সাথে দীর্ঘস্থায়ী শত্রুতা চলছে । ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে অস্ত্রসস্ত্র সহ বিভিন্ন সহযোগিতা চালিয়ে যাচ্ছে ইরান । যেকারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারন করেছে । তবে এই প্রথম ইরানের সাথে তালিবানের গোয়েন্দা সহযোগিতার বিষয়টি প্রকাশ্যে এলো ।।