এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ ডিসেম্বর : ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশের মাজানদারান প্রদেশে আফগানদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ইরানের অভ্যন্তরীণ মন্ত্রীর উপদেষ্টা নাদিরিয়ার আহমাদি, রবিবার বলেছেন যে মাজানদারানে আফগান নাগরিকদের উপস্থিতি “এমনকি অল্প সময়ের জন্য” নিষিদ্ধ। তিনি উল্লেখ করেছেন, আফগান নাগরিকদের শুধুমাত্র পর্যটক ভিসা নিয়ে এই প্রদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা।
তিনি আরও বলেছেন যে ইরানি নিয়োগকর্তারা এই প্রদেশে আফগানদের আর কোনো কাজেই নিয়োগ করবে না। এদিকে, তালিবান বলেছে যে এক সপ্তাহের মধ্যে ইরান থেকে ৩৭৪ জনেরও বেশি পরিবার দেশে ফিরেছে । ইরান এর আগেও অবৈধভাবে ইরানে প্রবেশ করা কয়েক হাজার আফগান অভিবাসীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ।।