এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৩ জুলাই : ২০০২ সালের গুজরাট দাঙ্গায় জালিয়াতি এবং প্রমাণ অতিরিঞ্জিত করে দেখানোর মামলায় বরখাস্ত আইপিএস অফিসার সঞ্জীব ভাটকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল (SIT) । দীর্ঘদিন ধরে পালানপুর জেলে বন্দী রয়েছেন । সূত্রের খবর, মেট্রোপলিটন আদালত থেকে একটি ট্রান্সফার ওয়ারেন্ট পেয়ে এবং মঙ্গলবার রাতে তাকে আহমেদাবাদে নিয়ে আসে সিট। সম্ভবত বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে । এই মামলায় সামাজিক কর্মী তিস্তা সেটালভাদ(Teesta Setalvad) এবং প্রাক্তন আইপিএস অফিসার আরবি শ্রীকুমারের(RB Sreekumar) পরে তিনি তৃতীয় ব্যক্তি গ্রেপ্তার হলেন।
গুজরাট দাঙ্গার মামলায় গত ২৫ জুন মুম্বাইয়ের জুহুর বাড়ি থেকে তিস্তা সেটালভাদকে গ্রেফতার করে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) । পরে এই মামলায় প্রাক্তন আইপিএস অফিসার আরবি শ্রীকুমারকে গ্রেফতার করে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। দাঙ্গার সময় গুজরাটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
গুজরাট দাঙ্গা সম্পর্কিত গুজব ছড়ানো এবং ভূয়ো প্রচার চালানোর অভিযোগ তুলে এই তিনজনের বিরুদ্ধে আইপিসি ৪৭৮ ও ৪৭১ (মানুষকে উসকানি দেওয়ার জন্য ইলেকট্রনিক নথির অনৈতিক ব্যবহার),১৯৪ (কাউকে দোষী প্রমাণ করার জন্য মিথ্যা প্রমাণ তৈরি করা), ২১১(একজন নিরপরাধ ব্যক্তির ক্ষতি করার অভিপ্রায়ে মিথ্যা অভিযোগ করা),২১৮ (সরকারি কর্মচারীদের দিয়ে আইন বহির্ভূতভাবে রেকর্ড তৈরি করানো) এবং ১২০ বি ধারায় মামলা রজু করা হয়েছে ।।