এইদিন স্পোর্টস নিউজ,২৮ মে : লখনউতে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ৭০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিপক্ষে লখনউ দল বিরাট লজ্জার মুখোমুখি হয়। আরসিবি স্বাগতিক দলের বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া আরসিবির বিপক্ষে লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। ওপেনার মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রান করেন, আর ঋষভ পান্ত ৬১ বলে ১১৮ রান করে দলের বিশাল রান খাড়া করে । একানার ব্যাটিং সহায়ক পিচে ২২৮ রানের টার্গেট খুব সহজ ছিল না। কিন্তু কাজটা সহজ করে নিলেন বিরাট কোহলিরা। আরসিবির হয়ে শুরুটা দারুন করলেন। সল্ট ১৯ বলে ৩০ রান করে আকাশ সিং-এর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এদিনও অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। ৩০ বলে ৫৪ রান করে আউট হন আভেস সিংয়ের বলে। এই ম্যাচে ছক্কা মারতে না পারলেও ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট। এদিন বড় স্কোর করতে পারেননি রজত পাতিদার। ৭ বল খেলে তিনি করেন ১৪ রান। খাতা খুলতে পারেননি লিভিংস্টোন। চার উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন বেঙ্গালুরুর মায়াঙ্ক আগরওয়াল ও জিতেশ শর্মা। ১৬ ওভারে আরসিবির রান ওঠে ৪ উইকেটে ১৮৯। ঝড়ো ব্যাটিং করে মাত্র ২২ বলে অর্ধশতরান করেন জিতেশ শর্মা। তাঁকে দারুণভাবে সাপোর্ট করেন মায়াঙ্ক। শেষ পর্যন্ত ৩৩ বলে ৮টি চার ও ছয়টি ছক্কা মেরে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা। মায়াঙ্ক ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন। এই জয়ের ফলে, আরসিবি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ।।

