এইদিন স্পোর্টস নিউজ,১০ এপ্রিল : আইপিএল টুর্নামেন্টের বুধবারের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে গুজরাট টাইটান্স।গুজরাট টাইটান্সের নির্ধারিত ২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, রাজস্থান ১৯.২ ওভারে মাত্র ১৫৯ রান করতে পারে, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা ম্যাচে ৫৮ রানে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়।
রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, গুজরাট দল প্রথমে ব্যাট করে এবং সাই সুদর্শন (৮২), জস বাটলার (৩৬) এবং শাহরুখ খান (৩৬) এর দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান করে। রাজস্থানকে জয়ের জন্য ২১৮ রানের বিশাল লক্ষ্য দেওয়া হয়।
গুজরাটের বিপক্ষে বিশাল রানের লক্ষ্যে অলআউট হওয়া রাজস্থান ১৯.২ ওভারে মাত্র ১৫৯ রান করতে পারে, ফলে ৫৮ রানে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়। রাজস্থানের হয়ে শিমরন হেটমায়ার (৫২ রান) অর্ধশতক করেন এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (৪১ রান) জোরালো লড়াই করেন, কিন্তু বাকি খেলোয়াড়রা তাদের ভালোভাবে সমর্থন করেননি।
গুজরাটের হয়ে কান্নাডিগা প্রসাদ কৃষ্ণ ৩টি উইকেট নেন, আর রশিদ খান ও সাই কিশোর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সিরাজ, আরশাদ খান ও কুলবন্ত খেজরোলিয়া।।