এইদিন স্পোর্টস নিউজ,২১ এপ্রিল : আইপিএল ২০২৪-এর ৩৫ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ । প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। জবাবি ব্যাটিং করতে গিয়ে দিল্লি ক্যাপিটালস ১৯৯ রানে অলআউট হয়ে যায় ।প্রথম ওভারেই হায়দরাবাদকে কঠিন লড়াই দেয় দিল্লি দল। টানা উইকেট পতনের কারণে দিল্লি লক্ষ্যে পিছিয়ে পড়ে । ১৯.১ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১৯৯ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস । এদিকে পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ । অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাদের পঞ্চম হারে সপ্তম স্থানে নেমে গেছে ।
সানরাইজার্স হায়দ্রাবাদের ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা খারাপ হয়েছিল। দুই ওভারের মধ্যেই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) ও পৃথ্বী শাহের (১৬) উইকেট হারায় তারা । ১৮ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ফ্রেজার। অভিষেক পৌরেল ২২ বলে ৪২ রান করে আউট হন। ট্রিস্টান স্টাবস মাত্র ১০ রান করতে সক্ষম হন। ললিত যাদব ৭, অক্ষর প্যাটেল ৬, এনরিক নারখিয়া এবং কুলদীপ যাদব খাতা না খুলেই আউট হন। অধিনায়ক ঋষভ পন্ত ৩৫ বলে ৪৪ রান করেন। হায়দরাবাদের হয়ে চার উইকেট নেন নটরাজন।।