এইদিন স্পোর্টস নিউজ,২৯ মার্চ : জয়পুরে আইপিএল ২০২৪ -এর নবম ম্যাচে রাজস্থান রয়্যালস ১২ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। দিল্লি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় । ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের। মাত্র ৫ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। জস বাটলার করেন ১১। রান পাননি রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনও। তবে ভালো ব্যাটিং করেছেন রিয়ান পরাগ (৪৫ বলে ৮৪), রবিচন্দ্রন অশ্বীন (১৯ বলে ২৯), ধ্রুব জুরেল (১২ বলে ২০)। আর শেষ দিকে শিমরন হেটমায়ারের ৭ বলে ১৪ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রাজস্থান।
১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭৩ রান তোলে । ওয়ার্নার এবং মার্শের ভাল শুরু সত্ত্বেও দিল্লি লক্ষ্যে পৌঁছতে পারেনি । ডেভিড ওয়ার্নার করেন ৪৯ রান, মিচেল মার্শ ২৩ রান এবং অধিনায়ক ঋষভ পন্থ করেন ২৮ । যথেষ্ট লড়াই করেন দিল্লির ত্রিস্টান স্টাবস । তিনি ২৩ বলে অপরাজিত ৪৪ এবং অক্ষর প্যাটেল ১৫ রান করেন । শেষ ওভারে ৬ বলে ১৭ রান প্রয়োজন ছিল দিল্লির । কিন্তু আভেশ খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দিল্লির জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় ।।