এইদিন ওয়েবডেস্ক,মেওয়াত,২২ জুলাই : আজ সোমবার হরিয়ানার মেওয়াত অঞ্চলের নুহ এলাকায় ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রার আয়োজন করা হয়েছে । তার আগে গোটা এলাকায় ২৪ ঘন্টার জন্য বাল্ক এমএসএম, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন । গত বছর ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রায় অংশগ্রহণকারী হিন্দু ধর্মাবলম্বীদের উপর ব্যাপক হামলা চালায় মুসলমানরা । যাতে ৬ জনের মৃত্যু হয় । মুসলিম জনতা সাইবার থানায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দেড় শতাধিক গাড়িতে আগুনও দেওয়া হয়। এই হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে গুরুগ্রামেও । অপরাধী-দাঙ্গাবাজদের ধরতে পুলিশকে বড় ধরনের অভিযান চালাতে হয়।দাঙ্গাকারীরা পাহাড়ে লুকিয়ে থেকে মন্দিরে আশ্রয় নেওয়া পূণার্থীদের ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশকে ড্রোনের সাহায্য নিতে হয়েছিল এবং এনকাউন্টারের পরে অনেক অপরাধীকে গ্রেপ্তার করতে হয়েছিল। হিংসায় নাম জড়িয়েছিল বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের । পরে এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় হরিয়ানার বিজেপি সরকার ।
বিগত বছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবারে ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রায় নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চাইছে না হরিয়ানা সরকার । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হরিয়ানার মেওয়াত জেলার নুহ এলাকায় ইন্টারনেট পরিষেবা এবং বাল্ক এসএমএস নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সুপার বিজয় প্রতাপ জানিয়েছেন, নিরাপত্তার দিক থেকে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ২২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।
হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অনুরাগ রাস্তোগির একটি আদেশ অনুসারে, জেলায় ইন্টারনেট পরিষেবা রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থগিত থাকবে। আদেশে বলা হয়েছে, নুহানে উত্তেজনা, আন্দোলন, সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তবে জনসাধারণের সুবিধার্থে এবং মানুষের মৌলিক গৃহস্থালির চাহিদা অনুযায়ী ব্যক্তিগত এসএমএস, মোবাইল রিচার্জ, ব্যাঙ্কিং এসএমএস, ভয়েস কল, কর্পোরেট এবং ঘরোয়া ব্রডব্যান্ড এবং লিজড লাইনের মাধ্যমে প্রদত্ত ইন্টারনেট পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
আজ হরিয়ানার নুহতে অবস্থিত নলহাদ মন্দিরে ব্রজমণ্ডল যাত্রা পরিচালিত হচ্ছে । এ সময় মন্দিরে ভারী পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখে পাহাড়ে পুলিশ মোতায়েন থাকবে। কড়া নিরাপত্তায় ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রার শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। যাত্রার সময় ডিজে ও অস্ত্র বহন নিষিদ্ধ। জেলায় যেন গত বছরের মতো কোনো ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন চেষ্টা করছে। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী ও কমান্ডো মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে পুরো নূহ ও আরাবল্লী পাহাড়ের ওপর নজরদারি করা হচ্ছে। হরিয়ানা পুলিশ প্রতিনিয়ত পতাকা মিছিল করছে। এখানে মাটি থেকে আকাশ পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩১ শে জুলাই হরিয়ানার নুহতে আরাবল্লী পাহাড়ে অবস্থিত নলহাদ শিব মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের ব্রজ মণ্ডল জলাভিষেক যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল মুসলিম জনতা। তারা হিন্দুদের উপর হামলা চালায়। এসময় মন্দির ঘিরে থাকা হামলায় ৫ জন ও দুই হোম গার্ড নিহত হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয় ।।