এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২১ জুন : আজ ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস । বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি । আজ জম্মু ও কাশ্মীরে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দুদিনের সফরে থাকা প্রধানমন্ত্রী আজ সকালে শ্রীনগরের ডাল লেকে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC) তীরে দশম আন্তর্জাতিক যোগ দিবসের (IDY) নেতৃত্ব দেন । বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন।
যোগ দিবস উদযাপনে অংশ নেওয়ার পর বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত ১০ বছরে যোগের প্রসার যোগব্যায়ামের ধারণাকে বদলে দিয়েছে। আজ, বিশ্ব একটি নতুন যোগ অর্থনীতির সাক্ষী । ভারতে, ঋষিকেশ এবং কাশী থেকে কেরালা পর্যন্ত, যোগ পর্যটনের নতুন সংযোগ সারা বিশ্বের পর্যটকদের ভারতে আকৃষ্ট করছে। ভারতে খাঁটি ঐতিহ্যবাহী যোগ শিখতে চান সকলে । লোকেরা তাদের ফিটনেসের জন্য ব্যক্তিগত যোগ প্রশিক্ষকও নিয়োগ করছে । তিনি বলেন, এসবই তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে ।
চলতি বছর ১০১ বছর বয়সী ফরাসি মহিলা যোগ শিক্ষক পদ্মশ্রীতে ভূষিত করেছে ভারত সরকার । তিনি ভারতে আসেননি কিন্তু যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন ।প্রধানমন্ত্রী বলেন,আজ যোগব্যায়াম নিয়ে গবেষণা হচ্ছে এবং বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করছে ।যোগের মাধ্যমে আমরা যে শক্তি পাই তা আজ শ্রীনগরে দেখা যায়। যোগ দিবসে, আমি দেশবাসী এবং বিশ্বের প্রতিটি কোণে যোগ অনুশীলনকারী মানুষদের শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক যোগ দিবস দশম বছরের ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে, আমি জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম, ভারতের প্রস্তাবটি ১৭৭ টি দেশ সমর্থন করেছিল। তারপর থেকে যোগ দিবস নতুন রেকর্ড তৈরি করছে ৷।