এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ জানুয়ারী : বাংলাদেশের রাজাকার বাহিনীর ৬ জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা শোনালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । সাজাপ্রাপ্তরা হল মোখলেছুর রহমান মুকুল, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির, নাকিব হোসেন আদিল সরকারও সাইদুর রহমান রতন । যদিও তারা সবাই পলাতক । ওই ৬ জন গনধর্ষণ,খুন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত । আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন । ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের তরফে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ।
ঘটনাটি ১৯৭১ সালের জুন-জুলাই মাসের । ওই সময়ে ত্রিশালের আহমেদাবাদে একটি স্কুলে ক্যাম্প করেছিল রাজাকার বাহিনী । তখন কাকচর গ্রামের ইউনুছ আলী বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন । এই অপরাধে পাকিস্থানের মদতপুষ্ট রাজাকার বাহিনীর ২০-২৫ জন সন্ত্রাসবাদী ইউনুছ আলীকে ধরে ক্যাম্পে নিয়ে গিয়েছিল । সেখানে তাকে কয়েকদিন ধরে অমানবিক অত্যাচার চালানো হয় । তারপর ৭১ সালের ১৫ আগস্ট সকালে তাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা । শুধু নির্বিচারে খুনই নয়,যতদিন রাজাকার বাহিনীর ক্যাম্প ছিল ততদিন স্থানীয় মহিলাদের গনধর্ষণ ও বাড়িতে লুটপাট চালিয়েছিল রাজাকার সন্ত্রাসবাদীরা ।
পরে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ময়মনসিংহের আদালতে এনিয়ে মামলা করেন মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন। ওইদিনই দুপুরে বিচারক আবেদা সুলতানা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন । গত বছরের ৫ ডিসেম্বর এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় । রবিবার এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয় । এদিন ৬ অভিযুক্তের মৃত্যদণ্ডের সাজা ঘোষণা করে আদালত ।।