এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,১৮ জুন : জার্মানির একটি কবরে পাওয়া গেল চতুর্দশ শতকের ‘চকচকে’ অক্ষত তলোয়ার । সম্পূর্ণ অক্ষত ওই তলোয়ারটির বয়স প্রায় তিন হাজার বছর বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা । জার্মানির দক্ষিণের শহর নর্ডলিঙ্গেনের একটি কবর থেকে ওই তলোয়ারটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্মৃতিস্তম্ভ সুরক্ষা কার্যালয় (বিএলএফডি) । এছাড়া ওই কবরে একজন নারী, পুরুষ ও এক বালকের হাড় পাওয়া গেছে। সেখানে ব্রোঞ্জের আরও কিছু সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানা গেছে । পুরোনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না,তা এখনো নিশ্চিত হতে পারেননি গবেষকরা ।
জানা গেছে,তলোয়ারের ধারালো অংশটি অষ্টভুজাকৃতির। হাতলে রয়েছে কারুকাজ। অষ্টভুজাকৃতির কারণে এমন তলোয়ার তৈরি করা জটিল বলে জানিয়েছে বিএলএফডি । প্রত্নতাত্ত্বিকদের অনুমান,শুধু প্রদর্শনের জন্যই নয়, বরঞ্চ যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে এটি ব্যবহার হত। তবে তলোয়ারটি কার ছিল তা স্পষ্ট নয় । প্রত্নতত্ত্ববিদরা বিস্ময় প্রকাশ করে বলেন, দেখে মনে হচ্ছে এটি কেউ সংরক্ষণ করে রেখেছে ।।