এইদিন ওয়েবডেস্ক,,নায়প্যিদা,০২ জুন : মিয়ানমারের কারেন স্টেটের ডোনথামি ব্রিজ এবং মোন স্টেটের থাটনের চেকপয়েন্টে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং পিডিএফ-এর যৌথ বাহিনীর হামলায় দুই জান্তা সেনাসহ ৪ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৫ জন । বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ ভারী এবং ছোট অস্ত্রের পাশাপাশি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ডোনথামি ব্রিজ চেকপয়েন্টে অভিযান চালায় দুই বিদ্রোহী গোষ্ঠীর যৌথ বাহিনী । হামলার পর দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় । সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ের কারনে প্রচুর যাত্রীবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডোনথামি ব্রিজের যুদ্ধের সময় ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ক্লিনিক, ডুরিনসিক গ্রামের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রসঙ্গত,সামরিক অভ্যুত্থানের দুই বছরেরও বেশি সময় ধরে দন্তামি ব্রিজ চেকপয়েন্ট ঘন ঘন আক্রমণের শিকার হয়েছে । যেকারণে জান্তা বাহিনীকে বারবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ।।