এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরপুর(বিহার),১৩ আগস্ট : বিহারে ক্ষমতার রদবদলের পর প্রথমে মন্দিরের পুরোহিতকে শিরোচ্ছেদ করে খুনের ঘটনা ঘটেছিল । এবার অশোক চক্রের বদলে চাঁদ-তারা ছাপা পতাকে উত্তোলনের অভিযোগ উঠল বিহারের মুজাফফরপুর জেলার আউরাই পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশ ৪ জনের বিরুদ্ধে এফআইআর রজু করেছে। কিন্তু তদন্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি প্রশাসন ।
তবে আউরাইয়ের বিজেপি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রামসুরাত রাই ওই পতাকার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ‘বিহারের আউরাই বিধানসভার অধীন পাকার চকে প্রাক্তন আরজেডি সমর্থক মোহম্মদ ইজরায়েল জাতীয় পতাকার অপমান করেছিলেন । পতাকায় অশোক চক্রের পরিবর্তে ইসলামী প্রতীক চাঁদ তারা ছাপা হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে শাসনের সংস্কৃতি দেখা দিতে শুরু করেছে ।’
প্রসঙ্গত,দিন কয়েক আগে বিহারের পশ্চিম চম্পারণ জেলার গোপালপুর থানা এলাকার একটি মন্দিরের পুরোহিতকে শিরোচ্ছেদ করে খুনের ঘটনা ঘটে । রুদল শাহ নামে ওই বৃদ্ধ পুরোহিতের কাটা মুন্ডটি ব্যাগে ভরে মন্দির থেকে কয়েক কিমি দূরে ফেলে দিয়ে আসে দুষ্কৃতীরা । এর ঘটনার জের কাটতে না কাটতে জাতীয় পতাকার অপমানের ঘটনা ঘটল বিহারে ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিতর্কিত ওই পতাকাটি ৯-১০ আগস্ট রাতে টাঙানো হয়েছিল । বিহারের আউরাই বিধানসভার অধীন পাকার চকে প্রাক্তন আরজেডি সমর্থক মোহম্মদ ইজরায়েল ওই পতাকাটি উত্তোলন করেন বলে অভিযোগ । এই বিষয়ে এসডিএম(পূর্ব) জ্ঞান প্রকাশ বলেছেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলাটি আওরাইয়ের স্টেশন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কিছুই পরিষ্কার নয় । সাইট ভেরিফিকেশন করা হচ্ছে । দোষীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।’ তবে এই ঘটনায় শনিবার সকাল পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই বলে জানা গেছে ।।