এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১২ মার্চ : করোনা উৎস চীন আবারও খবরের শিরোনামে । এবার চীনের রাজধানী বেইজিংয়ে পোকামাকড়ের বৃষ্টি হয়েছে । বেইজিংয়ে আকাশে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ছোটখাটো পাখির আকৃতির পোকার আবির্ভাব হয় । পোকাতে ছেয়ে যায় রাস্তাঘাট । দাঁড় করিয়ে রাখা চারচাকা গাড়িগুলি কার্যত ঢেকে যায় পোকাতে । পোকার হাত থেকে রেহাই পেতে পথচারীদের ছাতা মাথায় হাঁটতে দেখা যায় । সেই ভিডিও ক্লিপগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ঘটনার দিন বেইজিং-এ বৃষ্টির সঙ্গে আকাশ থেকে বিপুল সংখ্যক পোকামাকড় পড়েছিল । তবে অত বিপুল পোকা কোথা থেকে উদ্ভব হল তা জানা যায়নি । বৈজ্ঞানিক জার্নাল মাদার নেচার নেটওয়ার্ক অনুসারে,ভিজে মাটিতে বসবাসকারী কীটগুলি প্রবল বাতাসে ভেসে আসে এবং বৃষ্টির জলে পাখা ভিজে ভারি হয়ে যাওয়ায় সেগুলি ঝাঁকে ঝাঁকে নিচে পড়তে শুরু করে।
দ্য রিও টাইমস পোকার ভিডিও পোস্ট করে লিখেছে,’পোকার বন্যা বেইজিংয়ে । সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করা ভিডিও অনুসারে চলতি সপ্তাহে বেইজিংকে “পোকার বৃষ্টি” প্লাবিত করেছে ।চিত্রগুলিতে দেখা গেছে রাস্তা এবং যানবাহনগুলি ওই “প্রাণী”তে ঢেকে গেছে ।’ অন্যদিকে চীনা সাংবাদিক শেন শিওয়েই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন,’পোকার বৃষ্টির ভিডিওটি ভুয়ো । সম্প্রতি বেইজিংয়ে কোনো বৃষ্টি হয়নি । আমি বেইজিং এ আছি। এই ভিডিওটি ভুয়ো । এই সপ্তাহে বেইজিংয়ে বৃষ্টি হয়নি ।’।