এইদিন ওয়েবডেস্ক,ঝালকাঠি,১৯ জুলাই : মোবাইল চোর অপবাদ দিয়ে হিন্দু পরিচারিকার উপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলাদেশে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝালকাঠির শহরের কাঠপট্টি কলাবাগান এলাকায় । রাধা রানী (৪০) নামে ওই পরিচারিকাকে চারদিন ধরে ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়েছে । মহিলার গোপনাঙ্গসহ গোটা শরীর জুড়ে নির্মমভাবে আঘাত করা হয়েছে বলে জানা গেছে । বর্তমানে ওই মহিলা ঝালকাঠি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় সোহবার হোসেনের ছেলে নাজমুল হক রাসেল নামে এক ব্যবসায়ী । বিষয়টি নিয়ে শোরগোল হতেই বুধবার দুপুর থেকে অভিযুক্ত রাসেল ও তার স্ত্রী জেবিন চম্পট দিয়েছে ।
জানা গেছে, ঝালকাঠির শহরের কাঠপট্টি কলাবাগান এলাকার বাসিন্দা বলাই কর্মকারের স্ত্রী নির্যাতিতা রাধা রানী । দশ বছরের একটি মেয়ে রয়েছে তাঁদের । শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী । বলাইবাবু শারীরিকভাবে অসুস্থ । তিনি কাজকর্ম করতে পারেন না । তাই মেয়ের পড়াশোনা ও সংসার খরচ জোটাতে পরিচারিকার কাজ করেন রাধা রানীদেবী । সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী নাজমুল হক রাসেলের বাড়িতে কাজে লেগেছিলেন তিনি । কিন্তু মাত্র ৭০০ টাকা বেতন দেওয়ায় দিন পনেরো আগে তিনি কাজ ছেড়ে দেন ।
বলাই কর্মকার বলেন,’কাজ ছেড়ে দেওয়াতে চরম ক্ষুব্ধ হয় রাসেল ও তার স্ত্রী । এরপর শুক্রবার (১৪ জুলাই ২০২৩) বিকেলে মোবাইল ফোন চুরির মিথ্যা অভিযোগ দিয়ে নাজমুল হক রাসেল ও তার স্ত্রী জেবিন আমার স্ত্রীকে তাদের বাড়িতে ঢেকে পাঠায় । আমার স্ত্রী সেখানে জেতেই একটা ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে রাসেল ও তার স্ত্রী । রাধার গোপনাঙ্গেও আঘাত করে রাসেলের স্ত্রী জেবিন। রাসেলের স্বামী আমার দশ বছরের মেয়ে সুবর্ণা কর্মকারকেও মারধর করেন। গত ৪ দিন ধরে এভাবে নির্যাতন করেছেন ।’
জানা গেছে,খবর পেয়ে আজ বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার নির্যাতিতা মহিলাকে উদ্ধার করেন । পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় । ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ড: মেহেরিন বলেন,’আহত মহিলার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে । এমনকি তার শরীরের স্পর্শকাতর স্থানে পর্যন্ত আঘাত করা হয়েছে । মহিলাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে । মহিলার স্বামী বলাইবাবু ও মেয়ে সুবর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।’ সাবেকুন নাহার বলেন,’এই ঘটনায় মামলা দায়ের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’।

