শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ মে : ঘূর্ণিঝড় “ইয়াস” শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হয়েছে । যার ফলে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুনুর নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে । প্রতিবছরই বর্ষাকালে কুনুর নদী সংলগ্ন গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় । এদিকে “ইয়াস” এর জেরে অতিবৃষ্টির কারণে কুনুর নদীর জলস্তর বাড়ায় প্লাবনের আশঙ্কা করছেন গ্রামবাসীরা । যার জেরে নদী সংলগ্ন গ্রামগুলিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
বৃহস্পতিবার কুনুর নদী পার্স্ববর্তী বসতপুর গ্রামের পরিস্থিতি পরিদর্শনে যান ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন ভাতার থানার অন্তর্গত ওড়গ্ৰাম ক্যাম্পের পুলিশ আধিকারিক কবীরউদ্দিন খানসহ অন্যান্য পুলিশকর্মীরা । এদিন বসতপুর গ্রামে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন প্রণববাবু । তিনি গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন । পাশাপাশি আপতকালীন পরিস্থিতিতে গ্রামবাসীদের সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি । এদিকে কুনুর নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বসতপুর স্কুলে ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে ।।