এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৯ ফেব্রুয়ারী : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমন করতে গিয়ে যাদব সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । তারই প্রতিবাদে শুক্রবার কাটোয়ার কুয়ারা গ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় যাদব মহাসভা । পোড়ানো হল অনুব্রত মন্ডলের কুশপুতুল।
সপ্তাহ খানেক আগে বীরভূমের নলহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমন করে অনুব্রত মন্ডল বলেছিলেন, ‘” দিলীপ ঘোষ মাথামোটা, মূর্খ । ঘোষরা ৮০ বছরেও সাবালক হয় না ।”
এদিকে অনুব্রত মন্ডলের এই মন্তব্যের জেরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে যাদব সম্প্রদায়ের মধ্যে । ওই মন্তব্যের প্রতিবাদে এদিন কাটোয়ায় পথে নামে বঙ্গীয় যাদব মহাসভা । সংগঠনের সদস্যরা অনুব্রত মন্ডলের কুশপুত্তলিকা পুড়িয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন । সংগঠনের জেলা সহ-সম্পাদক কার্তিক ঘোষ বলেন, “এই মন্তব্যের জন্য অনুব্রত মন্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ।’।