এইদিন ওয়েবডেস্ক,জাকার্তা,০৪ জুন : ভাতের সঙ্গে শুকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার অপরাধে ইন্দোনেশিয়ার জনপ্রিয় টিকটকারকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজার মুখোমুখি হতে হয়েছে । ওই টিকটকারের নাম লিনা লুফতিয়াওয়াতি ( Luftiawati) । তবে তিনি সোশ্যাল মিডিয়ায় লিনা মুখার্জি (Lina Mukherjee) ব্যবহার করেন । গত ৯ মার্চ পোস্ট করা একটি টিকটক (TikTok) ক্লিপে তাকে শুকরের চামড়ার একটি স্ল্যাবের সামনে বসে ভাত, সবজি এবং শুকরের মাংস খেতে দেখা গেছে । এক সপ্তাহ ১৩ মিলিয়ন ভিউ হয় ভিডিওটির ।
কিন্তু ইসলামি রীতি অনুযায়ী শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ । যেকারণে দেশের শীর্ষ মুসলিম ধর্মযাজক সংস্থা মুখার্জির বিরুদ্ধে একটি ফতোয়ায় – ইসলামী আইন মোতাবেক একটি রায় জারি করেছে । সেই ফতোয়ায়, ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল বলেছে যে তারা ক্লিপটিকে ধর্ম নিন্দাজনক বলে মনে করেছে । গত ১৫ মার্চ, দক্ষিণ সুমাত্রার একজন মুসলিম ধর্মগুরু পালেমবাং-এর থানায় একটা রিপোর্ট দায়ের করেন । গত সপ্তাহের ৫ মে লিনা মুখার্জিকে আনুষ্ঠানিকভাবে ধর্মনিন্দার অভিযোগে অভিযুক্ত করা হয় । তিনি এখন ইন্দোনেশিয়ার ব্লাসফেমি এবং হেইট স্পিচ আইনের অধীনে পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন ।
যদিও বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় মে মাসের শুরুতে স্থানীয় মিডিয়ার কাছে লিনা লুফতিয়াওয়াতি তার ভিডিওটির জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে তার সোশ্যাল মিডিয়া বিষয়বস্তু সম্পর্কে আরও সচেতন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার জনগণের কাছে ক্ষমাপ্রার্থী, কারণ একজন পাবলিক ফিগার হিসেবে আমি ভুল করেছি। ভবিষ্যতে, আমি আমার সোশ্যাল মিডিয়াকে আরও ভালোভাবে ব্যবহার করব ।’
এদিকে পালেমবাংয়ের ধর্মীয় দলগুলো তাকে অবিলম্বে গ্রেফতারের জন্য তদ্বির শুরু করে দিয়েছে । যদিও পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে এবং লিনা নিজের বাড়িতেই রয়েছেন বলে জানা গেছে ।
মিডিয়ার ক্যামেরার সামনে লিনা হাসতে হাসতে বলেন,’বিসমিল্লাহ, আমি মনে করি আমাকে আমার পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে । কারণ আমি শুয়োরের মাংস সম্পর্কে কৌতূহলী ।’।