এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়া,১২ জুন : লিভ টুগেদার করার অপরাধে প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে ২১ বার করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ায় । ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার আচেহ জেলায় । সাজাপ্রাপ্তদের মধ্যে প্রেমিকার বয়স ২৩ বছর এবং প্রেমিক ২৪ বছর বয়স্ক । তাদের শরিয়া আইন ভঙ্গ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে । ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম সিন্দো নিউজ অনুসারে, সুমাত্রা দ্বীপের বান্দা আচে শহরের উলে লি হারবার এলাকায় যখন ওই জুটি গাড়িতে চড়ে যাচ্ছিল তখন পুলিশ তাদের পথ আটকায় । বুধবার বিকেলে বুস্তানুল সালাতিন কমপ্লেক্সে প্রকাশ্যে তাদের বেত্রাঘাত করা হয় । প্রথমে তাদের ২৫ বার করে বেত্রাঘাতের সাজা শোনানো হয় । পরে তা কমিয়ে ২১ করা হয় ।
ওই প্রেমিক প্রেমিকার সাজার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার মাইক্রোফোনে কথা বলছেন,তখন অন্যরা ছবি বা ভিডিও তুলছেন । জল্লাদ বা অ্যালগোজোর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা বাদামী পোশাকের মতো পোশাক,দুটি চোখের কাছে দুটি ছিদ্র করা সাদা মুখোশ দিয়ে ঢাকা তার মুখ । প্রেমিক প্রেমিকাকে শাস্তি দেওয়ার আগে পৃথকভাবে একটি ঘরে নিয়ে যাওয়া হয় । সাজাপ্রাপ্তদের মুখ ঢেকে দিয়ে নীল গালিচার উপর হাঁটু মুড়ে বসিয়ে দেওয়া হয় । সাদা বোরখা পরা তরুনীকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে ভিডিওতে ।
বান্দা আচেহ প্রসিকিউটর অফিসের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেকশনের প্রধান ইসনাওয়াতি বলেছেন,’তারা দুজন জিনায়াত আইনের ২০১৪ সালের কানুন আচেহ নম্বর ৬ এর অনুচ্ছেদ ২৫ এর ১ ধারা লঙ্ঘন করেছে ।।