এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৭ নভেম্বর : ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালো পুলিশ । শুক্রবার ও শনিবার এই দু’দিন ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন বলে খবর । কয়েক ডজন আহত হয়েছে । নিহতদের মধ্যে ইউনুস, মোহাম্মদ, মবিন, আজিম, রহিমদাদ, সাদিক, সাঈদ, আলী, ইয়াসের, কামবিজ ও হাজী খোদামরাদের ছেলের নাম উল্লেখ করা হয়েছে । এর বাইরে একজন ১৪ বছরের কিশোরও রয়েছে বলে জানা গেছে ।
কুর্দি তরুনী মাহাসা ইরানীকে পুলিশ পিটিয়ে মারার পর দুই মাসের অধিক সময় ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে । বিক্ষোভ দমনে গুলি করে মেরে ফেলা,বিক্ষোভকারীদের ধরে মৃত্যুদণ্ড দেওয়া প্রভৃতি সব রকম চেষ্টা করছে ইরানি পুলিশ । তার মধ্যে জাহেদান শহরের বিক্ষোভকারীদের সবচেয়ে কঠোর দমন-পীড়নের মুখে পড়তে হচ্ছে । এই শহরে বিক্ষোভে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে । রবিবারেও ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয় । নরওয়ে-ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী হেনগাও বলেছে যে নিরাপত্তা বাহিনী রবিবার কুর্দিস্তান প্রদেশের মারিভান শহরে একটি বিক্ষোভে গুলি চালায়, তাতে ৩৫ জন আহত হয়েছে ।সর্বশেষ বিক্ষোভটি তেহরানে মারিভানের এক কুর্দি ছাত্র নাসরিন গাদরির মৃত্যুর কারণে ছড়িয়ে পড়ে, শনিবার পুলিশের হাতে মার খেয়ে মারা গিয়েছিলেন । যদিও ইরানি কর্তৃপক্ষ এখনো তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি । এদিকে ইরানের ২২৭ জন সাংসদ বিক্ষোভকারীদের মোহারেব (ভগবানের শত্রু) বলে অভিহিত করেছেন এবং বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সাজা শোনানোর জন্য ।।