এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ অক্টোবর : দুষ্ট পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে গন আন্দোলন শুরু হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) । এই দাবিতে আজ বৃহস্পতিবার পিওকে-তে একটি শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানি রেঞ্জার্স এবং এফসি ৷ গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের । তাদের মধ্যে একজন তৃতীয় শ্রেণীর পড়ুয়াও রয়েছে । ছেলেটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মিছিলের সামনে চলে আসে এবং পাকিস্তান সেনা তার বুক লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ১৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে । পালটা ৩ জন পাক নিরাপত্তা রক্ষীকে নিকেশ করেছে আন্দোলনকারীরা ৷ ঘটনার জেরে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পিওকে ।
বেশ কিছু ভিডিও ফুটেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে বেসামরিক নাগরিকদের সাথে সহিংস সংঘর্ষের মধ্যে পাকিস্তানি বাহিনী মাটিতে পড়ে আছে, যা চলমান অস্থিরতার নাটকীয় বৃদ্ধির কথা তুলে ধরে। প্রতিবেদনে দেখা গেছে যে দাদিয়ালের মতো এলাকায় সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে । কারণ সংস্কার, ভর্তুকি এবং রাজনৈতিক দমন-পীড়নের অবসানের দাবিতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে । পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বে মূলত এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে,তার আমলেই এই অঞ্চলে উত্তেজনা তীব্রতর হয়েছে।।