এইদিন ওয়েবডেস্ক,করাচি,১৭ জুলাই : যান্ত্রিক ত্রুটির কারনে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর (IndiGo) একটি ফ্লাইট । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,শারজা (Sharjah) থেকে হায়দ্রাবাদগামী (Hyderabad) ফ্লাইটের পাইলট বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করলে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে । সেখানে বিমানটির পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে । এদিকে যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য হায়দরাবাদ থেকে আরও একটি বিমান রওনা হয়েছে করাচির উদ্দেশ্যে ।
উল্লেখ্য,প্রযুক্তিগত ত্রুটির কারণে করাচিতে জরুরি অবতরণের ঘটনা দুই সপ্তাহেরও কম সময়ের ব্যাবধানে এনিয়ে দ্বিতীয় বার ঘটল । এর আগে গত ৫ জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের ( SpiceJet SG-11) একটি বিমানকে করাচির বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছিল । এর আগে বা পরে মিলে বিগত ১৮ দিনে ৮ টি প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটেছিল স্পাইসজেটের ফ্লাইটে । সেই কারনে ৫ জুলাইয়ের ঘটনার পরে স্পাইসজেটকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ । বারবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারনে সংস্থার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ।।