সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : স্ত্রী রাতের জন্য রান্না করছিলেন । সেই সময় গোটা শরীরে কেরোসিন তেল মেখে উনানে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক আদিবাসী যুবক । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শিলাকোট গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুকুল মুর্মু(৩০)। মানসিক অবসাদেই সে আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, ভাতারের শিলাকোট গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর সুকুল মুর্মুর বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই নাবালক ছেলে,বাবা ও মা । সুকুলের স্ত্রী সরস্বতী মুর্মু ও বাবা-মায়ের পেশাও জনমজুরি ।স্থানীয়রা জানান, সুকুল বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । কয়েকবার পুকুরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল । কিন্তু স্থানীয় লোকজনের তৎপরতার তাঁর প্রাণ বাঁচে । কিন্তু সোমবার সন্ধ্যায় আর শেষ রক্ষা হয়নি ।
জানা গেছে,সরস্বতী মুর্মু যখন রান্না করছিলেন সেই সময় সুকুল গায়ে কেরোসিন তেল ঢেলে আচমকা উনুনে ঝাঁপ দিয়ে দেয় । নিমেষের মধ্যে তার সারা শরীর দাউদাউ করে জ্বলতে থাকে । ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সরস্বতী মুর্মু । যদিও তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুকুলের শরীরের আগুন নিভিয়ে ফেলে । তারপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় । এদিন মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে ।।