প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ২৯ মার্চ :রাস্তার দাবীতে লাঠী, টাঙ্গী, হাঁসুয়া, কুড়ুল ও তীরধনুক প্রভৃতি অস্ত্রসস্ত্র নিয়ে পঞ্চায়েত ঘেরাও করল আদিবাসীরা । ক্ষিপ্ত হয়ে তাঁরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায় । দাবী পূরণ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত খুলতে না দেওয়ার হুঁশিয়ারিও দেয় । মঙ্গলবার বর্ধমান ১ নম্বর ব্লকের বণ্ডুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে আসেন বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও মৃণালকান্তি বিশ্বাস । শেষে তাঁর আশ্বাসে শান্ত হন গ্রামবাসীরা ।
জানা গেছে,বণ্ডুল আদিবাসী পাড়ায় যাতায়তের একটি কাঁচা রাস্তা রয়েছে । বর্ষাকালে অথবা বৃষ্টিপাত হলে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন গ্রামবাসীরা । ছাত্রছাত্রীরা স্কুলে যেতে গিয়ে সমস্যায় পড়ে । কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় পরিবারের লোকজনকে । গ্রামবাসীদের অভিযোগ,গ্রামের রাস্তাটি পাকা করার জন্য ২০১৪ সাল থেকে তাঁরা তদ্বির করে যাচ্ছেন ।
প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও এযাবৎ কোনও সুরাহা হয়নি ।
এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান সেখ গোলাম নবী বলেন,’সমস্যার কথা জানি । জমি জটের কারনেই রাস্তাটি করা যাচ্ছে না । রাস্তাটি নির্মাণের জন্য যে জমির প্রয়োজন তা ব্যক্তি মালিকানায় থাকায় সমস্যা হচ্ছে । জমির মালিকরা জমি দিতে চাইছেন না । বিডিওকে জানিয়েছি বিষয়টা।’ বিডিও মৃণালকান্তি বিশ্বাস জানান খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানের জন্য সব পক্ষ নিয়ে আলোচনায় বসা হবে ।।