এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের দুটি পৃথক মিছিল ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক মহল । যদিও দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতারা । জানা গেছে, পেট্রোপন্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে শনিবার বিকেলে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল আউশগ্রামের ভেদিয়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব । বাগবাটি থেকে ব্যানার নিয়ে একটি বড়সড় মিছিল বের হয় । ওই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের অঞ্চল নেতা লালু খান । মিছিলটি সুন্দলপুর হয়ে ভেদিয়া হাটতলা পর্যন্ত যায় ।
প্রায় একই সঙ্গে ভেদিয়া পঞ্চায়েত অফিস এলাকা থেকে আরও একটি মিছিল বের হয় । ওই মিছিলে কোনও ব্যানার না থাকলেও টোটোয় মাইক লাগিয়ে মিছিলের সমর্থনে প্রচার চলে । আউশগ্রাম-২ ব্লক তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষ, সহ সভাপতি আবদুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দর আলি প্রভৃতি নেতাদের দ্বিতীয় মিছিলটিতে
হাঁটতে দেখা যায় । দ্বিতীয় মিছিলটিও শেষ হয় হাটতলাতেই ।
একই ইস্যুতে একই সময়ে পৃথক মিছিল কেন ? এই প্রশ্নের উত্তরে লালু খান বলেন, ‘করোনা পরিস্থিতির কারনে দূরত্ববিধি মেনেই এদিম আমরা মিছিল করার চেষ্টা করেছি।’ তবে এই যুক্তি মানতে চাননি স্থানীয় রাজনৈতিক মহল । তাঁদের দাবি, আসলে এর পিছনে কাজ করছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব । যদিও দলের ভিতরে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন দ্বিতীয় মিছিলের অন্যতম তৃণমূল নেতা সৈয়দ হায়দর আলি ।।