এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৯ অক্টোবর : আজ রবিবার উত্তরপ্রদেশের লখনউ-এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে একদিনের বিশ্বকাপের খেলায় ইংল্যান্ডকে ১০০ রানে পরাজিত করল ভারত । প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২২৯ রান করে রোহিত শর্মার দল । কিন্তু জবাবি ব্যাটিং করতে নেমে ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড । ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ৪৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন । জাসপ্রিত বুমরাহ ৬.৫ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট, মহম্মদ শামি ৭ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট, কুলদীপ যাদব ৮ ওভারে ২৪ রানে ২ উইকেট এবং রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ১৬ রানে ১ উইকেট নিয়েছেন ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ১০১ বলে ৮৭ রান করেন । লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দেন । শুভমান গিল ১৯ বলে ৯ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড । বিরাট কোহলি আজ ফ্লপ হয়েছেন । ৯ বল খেলে ০ রানে বেন স্টোকসের বলে ডেভিড উইলির হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফের যান কোহলি । শ্রেয়াস আইয়ার ১৬ বলে ৪ রান করে মার্ক উডের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন। কে এল রাহুল ৫৮ বলে ৩৯ রান করে জনি বেয়ারস্টোর বলে ক্যাচ আউট হন । ৪৭ বলে ৪৯ রান করা সূর্যকুমার যাদবকে ক্যাচ আউট করেন ক্রিস ওকস৷ রবীন্দ্র জাদেজা ১৩ বলে ৮ রানে আদিল রশিদের বলে এলবিডব্লিউ হন । মোহাম্মদ শামি করেন ৫ বলে ১ রান । জাসপ্রিত বুমরাহ ২৫ বলে ১৬ রানে আউট হন । কুলদীপ যাদব ১৩ বলে ৯ রান করে নট আউট থাকেন । ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানে শেষ হয় ভারতের ইনিংস । কিন্তু ভারতের এত কম রানের ইনিংস টপকাতে পারেনি ইংল্যান্ড ।।