এইদিন ওয়েবডেস্ক,০৫ অক্টোবর : চলতি বছরে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দলের চেয়েও বেশি ছক্কা মেরেছেন ভারতের সূর্যকুমার যাদব । এযাবৎ বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে ১২ টি-২০ ম্যাচে মোট ছক্কা হাঁকিয়েছেন ৪৭টি । সেখানে সূর্যকুমার যাদব একাই ছক্কা মেরেছেন ৫১টি । খেলেছেন ২৩টি ম্যাচ । বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০টি ছয় মেরেছেন আফিফ । দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ছয় এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। লিটন দাস মেরেছেন ৭টি ছয় । এর আগে এক বছরে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান । তিনি মোট ৪২ টি ছয় মেরেছিলেন । ওই বছর তাঁর সংগ্রহ ছিল মোট ৬২০ রান ।
সেখানে চলতি বছর সূর্যকুমার ২৩ ম্যাচের ২৩ ইনিংসে ব্যাট করে ১৮৪.৫৬ স্ট্রাইক রেটে ৮০১ রান করেছেন । নেপালের দিপেন্দ্র সিং ৬২৬ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন । তবে ২০২২ সাল শেষ হতে এখনো ৪৯ দিন বাকি । সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এখন সূর্যকুমার ছয় মারার রেকর্ড অব্যাহত রাখতে পারেন কিনা সেই দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের ।।