এইদিন ওয়েবডেস্ক,মাদ্রিদ,১১ নভেম্বর : গ্রান কানারিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে (Gran Canaria Sailing Championship) স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের মহিলা প্রতিযোগী নেত্রা কুমানান । স্পেনে আয়োজিত এই প্রতিযোগিতাটি আসলে ইউরোপীয় আঞ্চলিক ওপেন প্রতিযোগিতার অন্যতম । প্রতিযোগিতার লেজার রাইডাল (laser radial) ইভেন্টে সোনা জিতেছেন ভারতের ২৪ বর্ষীয়া এই অলেম্পিয়ান । প্রতিযোগিতায় স্পেনের বেনেত্তো ল্যাঙ্কো এবং মার্টিনা রেনো কাচো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন । স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এই জয়ের জন্য নেত্রাকে অভিনন্দন জানিয়েছে ।
নেত্রা গত সপ্তাহে গ্রান ক্যানারিয়াতে আইএলসিএ-৬ ইভেন্টের পাঁচটি রেসের মধ্যে তিনটিতে প্রথম হয়ে মোট ১০ নেট পয়েন্ট অর্জন করেছিলেন নেত্রা কুমানান । বাকি দুটিতে দুটি রেসে তিনি তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেন । তিন দেশের ২০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন । তাঁদের মধ্যে ৩ জন খেলোয়াড় জুলাই-আগস্টে টোকিও অলিম্পিকে অংশগ্রহন করেছিলেন । ওই অলিম্পিকেই অভিষেক হয় নেত্রার । তিনি লেজার রেডিয়াল ক্লাস ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । তাতে ৪৪ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩৫ তম স্থান অর্জন করেছিলেন ভারতের নেত্রা কুমানান ।।