এইদিন ওয়েবডেস্ক,করাচি,১৮ ডিসেম্বর : ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim)খাবারে বিষ মিশিয়ে দিল অজ্ঞাত ব্যক্তি । দাউদকে পাকিস্তানের করাচির একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে । কোনো কোনো সূত্রের দাবি যে সন্ত্রাসী দাউদের মৃত্যু হয়েছে ৷ তবে হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, তাকে যে হাসপাতালে ভরতি করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তার বলয় আছে। দাউদের পরিচিত ছাড়া কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না । যদিও পাকিস্তানের তরফে সরকারি ভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি । দাউদকে ঘনিষ্ঠ কেউ খাবারের সাথে বিষ প্রয়োগ করেছে বলে খবর ৷
প্রসঙ্গত,১৯৯৩ সালে মুম্বই হামলার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম । ওই হামলায় ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং ১,০০০-র বেশি মানুষ আহত হয়েছিল । এছাড়া মাদক পাচার, অর্থ পাচার, তোলাবাজি এবং অস্ত্র চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দাউদ । পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
গ্রেফতারি এড়াতে পাকিস্তানে পালিয়ে যায় ওই কুখ্যাত সন্ত্রাসবাদী । কয়েক দশক ধরে সে পাকিস্তানের করাচিতে বসবাস করছে ৷ ভারত তার উপস্থিতির প্রমান দিলেও তা অস্বীকার করেছে সন্ত্রাসীদের জন্মদাতা পাকিস্তান ।।